মেসির জোড়া গোলে বেটিসকে উড়িয়ে দিলো বার্সা

ফুটবল দুনিয়া November 8, 2020 1,580
মেসির জোড়া গোলে বেটিসকে উড়িয়ে দিলো বার্সা

বদলি হিসেবে মাঠে নেমে আলো ছড়ালেন মেসি। করলেন দুই গোল, বেটিসের জালে বার্সা বল জড়ালো মোট ৫ বার। দীর্ঘদিন পর দেখা মিললো সেই চিরচেনা কাতালান ম্যাজিকের।


লিগ ম্যাচে বড় জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল বেটিসকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।


ম্যাচের ২২তম মিনিটে ওসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে সন্যাব্রিয়ার গোলে সমতায় ফেরে বেটিস।


দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাতির বদলি হিসেবে মাঠে নামেন মেসি। নেমেই ঘরের মাঠে তোলেন ঝড়। ৪৯তম মিনিটে বার্সাকে এগিয়ে নেন গ্রীজম্যান।


৬১ এবং ৮২তম মিনিটে গোল করে বার্সাকে জয়ের পথে নিয়ে যান মেসি। মাঝে বেটিসের হয়ে একটি গোল পরিশোধ করেন মোরন। শেষ মুহূর্তে পেদ্রির করা গোলে বড় জয় নিশ্চিত হয় বার্সার। - স্পোর্টসজোন২৪