প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় দল

ফুটবল দুনিয়া November 5, 2020 1,674
প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় দল

প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে নেপাল জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ অবতরণ করে নেপাল দলের ফুটবলাররা।


এই সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপাল। আগামী ১৩ ও ১৭ নভেম্বর মাঠে গড়াবে এই প্রীতি ম্যাচ দুটি। তবে তার আগে হবে অনুশীলন। অনুশীলনের আগে চার দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে নেপাল দলকে। আগামী ১০ নভেম্বর থেকে তারা অনুশীলন শুরু করবে।


এদিকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগে নেপাল দলের দুই খেলোয়াড়ের করোনা পজিটিভ ধরা পড়েছিল। তাদের বাদ দিয়েই বাকিরা এসেছেন এই সফরে।


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশ-নেপালের মধ্যকার ম্যাচ দুটি সম্প্রচার করবে। বাংলাদেশ বেতার খেলার ধারাবিবরণী দেবে। বিটিভি ছাড়াও ম্যাচ সম্প্রচার করতে আগ্রহ প্রকাশ কয়েকটি বেসরকারি টেলিভিশন।


সূত্রঃ সময় টিভি অনলাইন