মেসি-পিকের গোলে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলো বার্সা

ফুটবল দুনিয়া November 5, 2020 1,243
মেসি-পিকের গোলে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলো বার্সা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পেয়েছে এফসি বার্সেলোনা। ঘরের মাঠে ইউক্রেনের দল ডাইনামো কিয়েভকে ২-১ গোলে পরাজিত করেছে রোনাল্ড কোম্যানের দল।


ম্যাচের পঞ্চম মিনিটেই ডি বক্সের মধ্যে মেসিকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কাতালান দলপতি লিও মেসি।


৬৫তম মিনিটে পিকের গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। এর ঠিক ১০ মিনিট পর সাইগানকোভের গোলে ব্যবধান কমায় ডাইনামো কিয়েভ।


শেষ দিকে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে তিন ম্যাচে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের গ্ৰুপের শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে ডাইনামো কিয়েভ।


সূত্রঃ স্পোর্টসজোন২৪