ম্যানইউয়ের কাছে হারলো নেইমারের পিএসজি

ফুটবল দুনিয়া October 21, 2020 1,237
ম্যানইউয়ের কাছে হারলো নেইমারের পিএসজি

ব্রুনো ফের্নান্দেসের বাহুতে প্রথমবারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কের আর্মব্যান্ড উঠলো। গোল করে তিনি তার প্রতিদানও দিলেন। অধিনায়কের কষ্ট লাগে তখন, গোল করে এগিয়ে যাওয়ার পর অঁতনি মার্সিয়ালের আত্মঘাতী গোল যখন স্বস্তি কেড়ে নেয়।


তবে শেষ দিকে জমে ওঠা ম্যাচে মার্কাস র‌্যাশফোর্ডের দারুণ গোলে চ্যাম্পিয়ন্স লিগে গতবারের রানার্সআপ পিএসজিকে হারিয়ে শুভসূচনা করলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্যারিসে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড।


নেইমার,এমবাপে ও দি মারিয়ায় সাজানো স্বাগতিকদের শক্তিশালী আক্রমণভাগ পায়নি জালের দেখা। ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথম দেখায় নিজেদের মাঠে আবারও হারল পিএসজি। সেবার ওল্ড ট্র্যাফোর্ডে ২-০ গোলে জয়ের পর ফরাসি ক্লাবটি নিজেদের মাঠে ফিরতি লেগে ৩-১ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল।- গোল ডটকম/আমাদের সময়