অবশেষে ২০১৪ বিশ্বকাপের নায়ক সার্জিও রোমেরোকে আবারও আর্জেন্টিনার মূল দলে খেলতে দেখা যাবে। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের খেলাতেই দলে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
নতুন কোচ লিওনেল স্কালোনির অধীনে খেলোয়াড়রা সব পজিশনে মোটামুটি সফল হলেও গোলবারের নীচে এখনো আস্থা অর্জন করতে পারেননি। আর্মানি বা আন্দ্রাদাকে দিয়ে খেলার ফল বের হলেও প্রতিপক্ষের সামনে এদের হাপিত্যেশ করতে দেখা যায় নিয়মিত।
যে কারনে আবারও পুরোনো সেনানী সার্জিও রোমেরোর দ্বারস্থ হতে যাচ্ছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কালোনি। আগামী মাসেই হতে যাওয়া জোড়া বিশ্বকাপ বাছাইয়ের খেলায়ই দলে থাকবেন রোমেরো।
এমন খবরই প্রকাশ করেছে আর্জেন্টিনার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
সূত্রঃ স্পোর্টসজোন২৪