রাতে বার্সার বিরুদ্ধে গেতাফ, রিয়ালের সামনে ক্যাদিজ

ফুটবল দুনিয়া October 17, 2020 1,188
রাতে বার্সার বিরুদ্ধে গেতাফ, রিয়ালের সামনে ক্যাদিজ

লা লিগায় নিজ নিজ খেলায় মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রাত একটায় স্বাগতিক গেতাফের মোকাবিলা করবে বার্সেলোনা। এর আগে রাত সাড়ে ১০টায় ক্যাদিজের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের নাম ও ব্যাজ পাল্টে ফেলেছে গেতাফে। দলটির নতুন নাম ফেইথ ফুটবল ক্লাব। বার্সেলোনার সমান ৭ পয়েন্ট হলেও ১ ম্যাচ বেশি খেলে টেবিলের সাতে অবস্থান দলটির। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পাঁচে অবস্থান বার্সেলোনার।


এই ম্যাচ দিয়ে টেবিলের শীর্ষে উঠার সুযোগ থাকছে মেসিবাহিনীর। এদিকে রিয়েলের সাথে পয়েন্টের ব্যবধান মাত্র ৩ হলেও শক্তিমত্তায় অনেক পিছিয়ে ক্যাদিজ। – মার্কা, আমাদের সময়