লা লিগার এল ক্ল্যাসিকোর সূচি চুড়ান্ত

ফুটবল দুনিয়া October 14, 2020 1,570
লা লিগার এল ক্ল্যাসিকোর সূচি চুড়ান্ত

স্প্যানিশ লা লিগায় এবারের মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোর সময়সূচি প্রকাশ করেছে লা লিগা কর্তৃপক্ষ। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আগামী ২৪ অক্টোবর হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।


গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে রিয়ালের চেয়ে একদিন বেশি বিরতি পাচ্ছে বার্সেলোনা। শনিবারের ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে খেলবে কুমানের দল। পরদিন নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রিয়াল।


এখন পর্যন্ত লিগে খেলা চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন্স রিয়াল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান টেবিলের পাঁচ নম্বরে। - স্পোর্টসজোন২৪