Ghum Valobashi re (ঘুম ভালোবাসি রে) by Samz Vai

Bangla Lyrics July 2, 2019 17,747
Ghum Valobashi re (ঘুম ভালোবাসি রে) by Samz Vai

[ ঘুম ভালোবাসি - ঘুম ভালো বাসিরে ]


আজ এই নিশিতে মন কাঁদবে সারা রাত

কেউ তো এসে আর দেখবে না

ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে

লুকিয়ে থাকা যন্ত্রনা।


আহা কি জাদু করলি, ওরে ও পাগলি

তোরে ভুলে থাকা যায় না,

আমি যেদিকেই তাকাই তোরেই দেখতে পাই

চারো দিকে মনে হয় আয়না।


ঘুম ভালোবাসি রে,

আমি ঘুম ভালোবাসি রে,

ঘুমাইলে তোর স্মৃতি গুলো ভুইলা থাকি রে।

আমি চক্ষু মেলিলে, তোরে খুইজা না পাইলে

এই বুকের ভিতর পরান পাখি

কাইন্দা মরে রে।


তোরে ছাড়া একা লাগে আমার প্রতি সময়

ধীরে ধীরে যাচ্ছে পুড়ে অবুঝ এই হৃদয়,

যার কারনে পুড়ছে এ বুক সে তো বুঝে না

অন্য কারো বুকে এখন তাহার ঠিকানা..


আর কেউ না জানুক হায়

তুইতো জানতি মোরে,

মনো-প্রাণ দিয়া কত বাসছি ভালো তোরে।

ও.. ভালোবাসার তুই কি দিলি

এই কি প্রতিদান,

মান কুলমান সব ডুবাইলি, করলি অপমান।