একজন বাস ড্রাইবার এক্সিডেন্ট করে

পুলিশ ও আসামী April 25, 2016 3,673
একজন বাস ড্রাইবার এক্সিডেন্ট করে

একজন বাস ড্রাইবার এক্সিডেন্ট করে রাস্তার পাশে জমির ভিতর ঢুকে পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাস করল


পুলিশঃ ফাকা রাস্তায় এরকম এক্সিডেন্ট করলি কেন?

ড্রাইবারঃ স্যার, আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম হটাৎ করে এক পাগল রাস্তার মাঝে এসে নাচতে শুরু করল আমি ভাবলাম আমি যদি পাগলকে বাচাই,তাহলে বাসের সবাইকে মারতে হবে আর যদি বাসের সবাইকে বাচাই,তাহলে পাগলকে মারতে হবে আমি চিন্তা করে দেখলাম একজনের চেয়ে সবাইকে বাচানো ভালো তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগলটাকে মারবো !!


পুলিশঃ তাহলে বাস জমির দিকে চালালি কেন?

ড্রাইভারঃ স্যার আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন, পাগলটা দৌড়ে জমির ভিতর ঢুকে গেল, তাই.........।


বলুন তো এই বেটা ড্রাইভার কে কি করা উচিৎ