মানুষের বুকে হাড়ের সংখ্যা কত

শিক্ষক-ছাত্র কৌতুক April 25, 2016 1,749
মানুষের বুকে হাড়ের সংখ্যা কত

ছাত্রকে পরীক্ষার হলথেকে টেনেহিঁচড়ে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন একশিক্ষক। ছাত্রটি তখন পরীক্ষা দিচ্ছিল।

প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, কেন তাকে ধরে আনা হয়েছে।


বলা হলো, সে নকল করছিল।‘কী, এত বড় সাহস!

নকল করছিল!’‘জি, স্যার! নকল করছিল।


প্রশ্নে এসেছে, মানুষের বুকে হাড়ের সংখ্যা কত।


স্যার,.....:::: ::সে পরীক্ষার হলে শার্ট খুলে বুকের হাড় গুনছিল। আজব মাস্টার বটে !!!!!!