কে করলো এই কাণ্ড?

শিক্ষক-ছাত্র কৌতুক June 4, 2018 3,053
কে করলো এই কাণ্ড?

শিক্ষক: যে আমার এবারকার প্রশ্নের জবাব দিতে পারবে তার ছুটি- সে এক্ষুনি বাসায় চলে যাবে...


শিক্ষকের কথা শেষে হওয়ার আগেই এক ছাত্র তার পানির বোতল জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারলো। পুরো ক্লাস স্তব্ধ ঘটনার আকস্মিকতায়।


শিক্ষক: কে! কে করলো এই কাণ্ড?!


মন্টু: আমি, স্যার। ধন্যবাদ আপনাকে- আমি এখনই বাসায় যাচ্ছি।


কথা শেষ করে স্কুলব্যাগ নিয়ে স্মার্টলি ক্লাস থেকে বের হয়ে গেল মন্টু। ছাত্র-শিক্ষক সবাই মুখ হাঁ হয়ে তাকিয়ে রইলো তার গমন পথে।