অলসদের জন্য বিশাল অফার

শিক্ষক-ছাত্র কৌতুক April 28, 2018 4,486
অলসদের জন্য বিশাল অফার

শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন...


শিক্ষক : আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না।


ছাত্র : আমাদের এখন কী করতে হবে স্যার?


শিক্ষক : যারা অলস তাদের হাত তুলতে হবে।


এ কথা বলার পর ৪৯ জন ছাত্র হাত তুললো। কিন্তু একজন হাত তুললো না। স্যার হাত না তোলা ছাত্রকে জিজ্ঞেস করলেন...


শিক্ষক : তুমি হাত তুলছো না কেন?


ছাত্র : স্যার, হাত তুলতেও কষ্ট হয়।