আমি তো ইতালি

শিক্ষক-ছাত্র কৌতুক June 10, 2018 3,108
আমি তো ইতালি

স্যার :এবার বিশ্বকাপে কে কোন টিম সাপোর্ট করছিস রে?


পল্টু :আমি আর্জেন্টিনা।


কেল্টু :আমি ব্রাজিল।


স্যার :কীরে বিল্টু ক্লাসে ঘুমাচ্ছিস কেন?


বিল্টু (চোখ ডলতে ডলতে) :আমি তো ইতালি। তাই রেস্টে আছি।