নদী - এসপিএস শুভ

প্রকৃতির কবিতা February 18, 2019 1,949
নদী - এসপিএস শুভ

কবিতা:- নদী

লেখা:- এসপিএস শুভ

১০/১২/২০১৮

পাথরাইল - চৌহালী

সিরাজগণ্জ্ঞ ॥

.


এই যে গ্রাম !

এই যে নদী !

আমাদের এই মাতৃভূমি ।

গ্রাম নিয়ে প্রকৃতির মাঝে

আছি আমি অনেক সুখে,

সকাল বেলা ঘুম ভাঙ্গে

হাজারো রঙের পাখির সুরে ।

যাচ্ছি আমি নদীর তীরে

শালিকেরা নিত্য খেলা করে !

নদীর তীরের এক পাশে

দুটি পাখি নিত্য আসে ।

রাখাল ভাই যে নদীতে

গরু নিয়ে স্নান করে;

নদীর যে দুই ধারে

সাদা সাদা কাশফুল ফোটে ।

নৌকার মাঝি যাচ্ছে ভাসি

যাচ্ছে যে কোন প্রবাসী !

দিনের শেষে নদীর পাড়ে

নদীর পাড়ে আপন বাসে ।

সন্ধা হলে পাখি ছুটে;

রাত নেমে সকাল হয়ে

নতুন সূর্য্য ওঠে ॥