রক্তের খেলা ॥ এসপিএস শুভ

যুদ্ধের কবিতা January 10, 2019 3,542
রক্তের খেলা ॥ এসপিএস শুভ

ভাবছি এবার মাদল বাজবে

দমড়ে পরে ছিকল ছিড়বে,

আসছে এবার রক্তের খেলা

খাবে রক্ত হিংস বোয়াল-

নিয়েই রক্ত খেলবে দামাল

এবার দেখব শত্রুর পরায়াল ।

যাচ্ছি মা গো যুদ্ধের খেলায়

বুলেট বোমা রুখতে হবে,

তোমার ছেলে আসবে না ফিরে!

হবে যুদ্ধ নিশি পাড়া

ঝড়ছে এবার কৃষ্ণচূড়া;

উড়বে ধূলা যুদ্ধের ধারা ।

খেলছে এবার মরণ খেলা

জয় হবে যুদ্ধে বীরের বেলা,

শেষ হলো এবার রক্তের খেলা;

দিনের শেষে এলো স্বাধীন বেলা ॥