হুজুর (সা.) এর ইন্তেকালের পর জিবরাঈল (আ.) যে কয়বার দুনিয়াতে আসবেন

ইসলামিক শিক্ষা September 11, 2018 2,136
হুজুর (সা.) এর ইন্তেকালের পর জিবরাঈল (আ.) যে কয়বার দুনিয়াতে আসবেন

হযরত জিবরাঈল (আ.) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সা.) এর দরবারে এসেছিলেন। এক সাক্ষাতে হুজুর (সা.) জিবরাঈল (আ.) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল ! আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে?


তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব । দশম জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল (আ.) সিঙ্গায় ফুঁ দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে।


দশটি জিনিস হল

১. বরকত তুলে নেব

২.এবাদত থেকে মজা তুলে নেব

৩. পরস্পর মহব্বত তুলে নেব

৪. লজ্জা তুলে নেব

৫.হক বিচার তুলে নেব।

৬. ছবর (ধর্য্য) তুলে নেব

৭. আলেম থেকে সত্য কথা তুলে নেব। অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না

৮. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব

৯. ঈমানদার থাকবে না। ঈমান উঠে যাবে।

১০.ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব। অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব