আবূ কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুস্বপ্ন (অন্য এক বর্ণনায় আছে) সুন্দর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং কুস্বপ্ন শয়তানের পক্ষ থেকে (দেখানো) হয়। অতএব যে অপ্রীতিকর কিছু দেখবে, সে যেন তার বাম দিকে তিনবার হাল্কাভাবে থুতু মারে ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। তাহলে তা তার কোন ক্ষতি করতে পারবে না। [বুখারি ২৩৯২, ৫৭৪৭,
৬৯৮৪, ৬৯৮৬, ৬৯৯৫, ৬৯৯৬, ৭০০৫, ৭০৪৪, মুসলিম ২২৬১, তিরমিযি ২২৭৭, আবু দাউদ ৫০২১, ৩৯০৯, আহমদ ২২০১৯, ২২০৫৮,
২২০৭৭, ২২০৭৮, ২২০৯২,
২২১২৯, ২২১৩৮, মুওয়াত্তা মালিক
১৭৮৪, দারেমি ২১৪১,
২১৪২]