১। ঈদের দিন গোসল করা সুন্নত।
২। ঈদগাহের উদ্দেশ্যে পবিত্র, পরিচ্ছন্ন ও সুন্দর পোশাকে বের হওয়া মুস্তাহাব।
৩। পুরুষদের জন্য ঈদগাহে বের হওয়ার পূর্বে সুগন্ধি ব্যবহার করা সুন্নত।
৪। ঈদুল আযহার দিনে কিছু না খেয়েই ঈদ গাহে যাবেন। এবং কুরবানীর কলিজা বা মাংস দ্বারা নাস্তা করবেন। [ বুখারী হা/৯৫৩]
৫। খোলা ময়দানে ঈদের ছালাত পড়া সুন্নাত। [ বুখারী হা/৯৫৬]
৬। ঈদের মাঠে ছাদ, তাবু কিংবা সামিয়ানা টানানো সুন্নাতের বিরোধি কাজ।
৭। নারীগণ অবশ্যই ঈদ গাহে যাবার অধিকার রাখেন। [ বুখারী হা/৯৭৪]
৮। ঈদ গাহে মুছল্লীদের ডাকাডাকি করা, ছালাতের আগে বক্তব্য রাখা যাবে না। এসব নব্য আবিষ্কার, বিদ’আত। বরং সবাই নিজ নিজ তাকবীর পাঠ করতে থাকবেন। [ মুসলিম হা/ ২০৪৯]
৯। ঈদের তাকবির হবে ১২ তি।[আবু দাউদ ৩৭০]এবং খুৎবা ১ টি হবে। [ বুখারী হা/১৪৯২]
১০। খুৎবার সময় ইমাম দুআ করবেন এবং মুছল্লীরা আমিন আমিন বলবেন। এ সময় কেউ হাত তুলবেন না।
১১। ঈদের মাঠে কোলাকুলি করা সুন্নাত নয়। এমনকি মুস্তাহাবও নয়।
১২। পরস্পরের সাক্ষাতের সময় তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলবেন। [ফাতহুল বারী, হা/৯৫১]
১৩। ঈদগাহে যাওয়ার সময় এক পথে গমন করা এবং ভিন্ন পথে প্রত্যাবর্তন করা সুন্নত।