বাজারে এসেছে হুয়াওয়ের নোভা সিরিজের থ্রি আই স্মার্টফোন। নতুন ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিল্টইন এআইসমৃদ্ধ কিরিন৭১০ চিপসেট যা সফটওয়্যারভিত্তিক এআই প্রযুক্তি থেকে অনেক বেশি নিখুঁত। কিন্তু দামও বেশি নয়, মাত্র ২৮ হাজার ৯৯০ টাকা।
এআই প্রযুক্তি ও ইএমইউআই ৮.২ বিশিষ্ট এই হ্যান্ডসেট এমন একটি ইএমইউআই ইকোসিস্টেম তৈরি করে যা এআই ফটোগ্রাফি, এআই গ্যালারি, এআই কমিউনিকেশনসের ক্ষেত্রে গ্রাহকদের জন্য হ্যান্ডসেট ব্যবহারের অভিজ্ঞতাকে করবে আরও বেশি সহজ।
ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চির ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে, ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর বিশিষ্ট ডুয়াল ফেসিং ক্যামেরা ও ২ মেগা পিক্সেলেরসেন্সর, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা। ফোনটিতে আরও আছে চার জিবি র্যাম ও ১২৮ জিবির রম।
সূত্রঃ কালের কন্ঠ