বাংলাদেশের বাজারে তাক লাগানো স্মার্টফোন নিয়ে আসছে ভিভো

মোবাইল ফোন রিভিউ September 9, 2018 5,511
বাংলাদেশের বাজারে তাক লাগানো স্মার্টফোন নিয়ে আসছে ভিভো

প্রতি বছরই চীনা বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো মোবাইল এমন একটি ফোন বাজারে নিয়ে আসে যা ফোনপ্রেমীদের তাক লাগিয়ে দেয়। এ বছরের শুরুর দিকে তারা বাজারে আনে ভি৯ নামে এমন একটি ফোন।


ভি৫, ভি৫ প্লাস, ভি৭, ভি৭ প্লাস ও ভি৯ এর সাফল্যের পর ভিভো আনতে যাচ্ছে নতুন আরও দুটি তাক লাগানো স্মার্টফোন ভিভো ভি ১১ এবং ভি১১ প্রো।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি ভিভো বাংলাদেশ বাজারে ভি ১১ ফোনটি নিয়ে আসতে পারে। ইতোমধ্যে ফোনটির দারুণ কিছু তথ্য জানা গেছে।


প্রকাশ হওয়া তথ্যে জানা গেছে, ভি ১১-এ থাকছে ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং দুটি রিয়ার ক্যামেরাসহ মোট তিনটি ক্যামেরা।


ভি১১ প্রো-তে আরও রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্কানিং ও হেলো ফুলভিউ ডিসপ্লে।


ভি১১ ফোনগুলোতে থাকছে ফাস্ট চার্জিং টেকনোলজি। নামের সঙ্গে সাদৃশ্য রেখে ফাস্ট চার্জিং টেকনোলজি বর্তমান টেকনোলজির তুলনায় দ্বিগুণ দ্রুত ব্যাটারি চার্জ করতে সক্ষম।


বাংলাদেশের বাজারে ভি১১ ফোনটি ২৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।