১০ জিবি র্যামে বাজারে আসছে নকিয়ার নতুন ফ্লাগশিপ ফোন নকিয়া এক্স প্লাস এক্সট্রিম। এই ফোনটিতে শক্তিশালী র্যামের পাশপাশি শক্তিশালী ব্যাটারিও থাকছে। ফোনটিতে থাকছে ৬ ইঞ্চির ওলিড ডিসপ্লে। এই ডিসপ্লেতে ফোরকে রেজুলেশন পাওয়া যাবে।
ফোনটি পরিচালনা জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। ২৫৬ জিবি ও ৫১২ জিবি র্যাম ভার্সনে ফোনটি পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেয়ার সুযোগ নেই।
ছবির জন্য নকিয়া এক্স প্লাস এক্সট্রিমে থাকবে ৪০ ও ৩৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ২৫ মেগাপিক্সেলের। ফোনটিতে সব মিলিয়ে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
ব্যাকআপের জন্য এতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ এই ফোন অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চালিত। নকিয়া নতুন মনস্টার বাজারে আসলে এর দাম হবে ৮৩৬ ডলার।