PROTHOM VALOLAGA LYRICS BY TAHSIN AHMED FROM BUKER BA PASHE : Presenting ' Prothom Valolaga ' Bengali romantic song lyrics.This song is sung By Tahsin Ahmed & Lyrics planned By Anwar Hossain Ador. While the music is also composed By Tahsin Ahmed.This is a track of the Drama " Buker Ba Pashe " featuring Afran Nisho & Mehazabien,Directed By Mizanur Rahman Aryan.
SONG CREDITS :
■ Song Name : Prothom Valolaga
■ Music Director: Tahsin Ahmed
■ Singer : Tahsin Ahmed
■ Lyrics: Anwar Hossain Ador
■ Label : Cd Choice
■ Release Date : Jun 21,2018
PROTHOM VALOLAGA LYRICS IN BANGLA
প্রথম দেখে ভালোলাগা - এলোমেলো মন,
সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষন।
নদীর রঙে যাক মিশে ভালোলাগা সব,
তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব।
তুমি এলে যেন অবাক শ্রাবনেরই সুখ,
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ।
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন,
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
রেখে আসি পথের মায়া,
পায়ে পায়ে বহুদূর।
বেঁধে রেখে দুটো ছায়া,
আঁকি তবু একই সুর।
ছায়া হয়ে আছো কাছে
হৃদয় বোঝে সেই টান,
কল্পনা জুড়ে আছে এক
সুখ সুখ অভিমান।
বলা হয়েও হয় না - বলি মন তা শোনে না,
তুমি জানো কি না তা জানি না।
তুমি এলে যেন অবাক শ্রাবনেরই সুখ,
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ।
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন,
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
কি যেন কি আছে লেখা,
আবছা তা যায়না পড়া।
জেনে যায় এই মন তবু,
কোন উপায়ে দিচ্ছে ধরা।
কাছে পেয়েও পাই না - দূরত্বটা চাই না,
তুমি জানো কি না তা জানি না।
তুমি এলে যেন অবাক শ্রাবনেরই সুখ,
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ।
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন,
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
প্রথম দেখে ভালোলাগা - এলোমেলো মন,
সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষন।
নদীর রঙে যাক মিশে ভালোলাগা সব,
তোমায় পেলে আর কিছুই চায় না অনুভব।
তুমি এলে যেন অবাক শ্রাবনেরই সুখ,
পলক চোখের যাক থেমে দেখে ঐ মুখ।
ভাসলো মেঘে পরান আমার উদাসী মন,
কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।