৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারির একটি নতুন নোট আনছে হুয়াওয়ের অনলাইন ব্র্যান্ড হনর। মডেল হনর নোট টেন।
সম্প্রতি হনরের এই নোটটির একটি টিজার চীনের প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইউবোতে প্রকাশিত হয়েছে। প্রকাশিত টিজার বলছে এটি একটি গেমিং ডিভাইস।
এর আগে চীনের মোবাইল ফোন এবং সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-তে হনর নোট টেন তালিকাভূক্ত হয়েছে। টিইএনএএ-অনুযায়ী হনরের নতুন ডিভাইসে থাকছে ৬.৯৫ ইঞ্চির সুপার অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২২২০ পিক্সেল।
৬ জিবি র্যামের এই নোটে কিরিন ৯৭০ কিরিন প্রসেসর থাকছে। এটি ৮ জিবি র্যামেও বাজারে আসতে পারে।
ছবির জন্য এতে থাকছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এতে আছে ১৬ ও ২৪ মেগাপিক্সেলের রিয়ার শুটার। সেলফি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের।