উন্মোচন হল নকিয়ার নতুন ফোন

মোবাইল ফোন রিভিউ July 20, 2018 1,082
উন্মোচন হল নকিয়ার নতুন ফোন

নানা গুঞ্জনের পর উন্মোচন হল নকিয়ার মিডরেঞ্জ ডিভাইস এক্স৫। ডিভাইসটিতে রয়েছে নচ ডিসপ্লে।ডিভাইসটিতে রয়েছে ৫.৮৬ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন হল ৭২০*১৫২০ পিক্সেল ও রয়েছে ২ ডি কার্ভ গ্লাস।


ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেটের প্রসেসর। ৩ ও ৪ গিগাবাইট র‍্যামের ডিভাইসটি যথাক্রমে ৩২ ও ৬৪ গিগাবাইট র‍্যামের সংস্করণে পাওয়া যাবে।ফোনটির পিছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ।


সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে এফ/২.২ অ্যার্পাচারের ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে ৮০ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল, এআই ও বিউটি মোড।


অপারেটিং সিস্টেম হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ৩ হাজার ৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোনটিতে একদিন ব্যাকআপ সুবিধা দেবে।


কালো, সাদা ও নীল রঙে ফোনটি ৩ জিবি সংস্করণের মূল্য ১৪৮ মার্কিন ডলার। ৪ জিবি সংস্করণের মূল্য ২০৮ মার্কিন ডলার।