শাওমির সবচেয়ে সস্তা ফোন

মোবাইল ফোন রিভিউ July 16, 2018 1,710
শাওমির সবচেয়ে সস্তা ফোন

বিক্রি শুরু হলো শাওমির সবচেয়ে সস্তা ফোন। মডেল রেডমি ফাইভ এ। ভারতে শাওমির সবচেয়ে কম দামের ফোন এটি। দেশটিতে মি শপে ফ্লাশসেলের অংশ হিসেবে সবচেয়ে কম দামে ফোনটি বিক্রি হচ্ছে। এই সুবিধা সীমিত সময়ের জন্য।


রেডমি ফাইভ এ রয়েছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এই ফোনে আপাতত মিইইউ ৯ অপারেটিং সিস্টেম। ফোনটি পরিচালনা জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট।


এই ফোনে রয়েছে ২ জিবি। ৩ জিবি র‌্যাম ভার্সনেও ফোনটি পাওয়া যাবে। এর স্টোরেজ ১৬ ও ৩২ জিবি। ব্যাটারি আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।


শাওমি রেডমি ফাইভে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


ভারতে রেডমি ফাইভ এ ২ জিবি র‌্যাম ভার্সন বিক্রি হচ্ছে ৫,৯৯৯ রুপিতে। ৩ জিবি র‌্যাম ভার্সনের মূল্য ৬,৯৯৯ রুপি।