প্রশ্ন : টুপি মাথায় না দিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কি?
উত্তর : টুপি মাথায় দিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না এমন কথা দুনিয়ার কেউ বলেনি। টুপি হচ্ছে একটি আদব বা সৌজন্যবোধ। নামাজের একটি সৌজন্যবোধ কিন্তু আপনার থাকা উচিত। কারণ আল্লাহতায়ালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ‘হে বনি আদম! প্রত্যেকটি সেজদাহর জায়গাতে (মসজিদে) তোমরা সৌন্দর্য অবলম্বন কর।’
এ জন্য যখন মসজিদে যাবেন তখন যেন পরিপূর্ণ একটি হায়াত বা পরিপূর্ণ একটি অবস্থান আপনার থাকে সেদিকে খেয়াল রাখবেন।
মাথায় টুপি থাকা হচ্ছে একটি আদব। এটি না থাকলে নামাজ হবে না এমন কথা আমরা বলছি না। চেষ্টা করবেন মাথায় টুপি দিয়ে নামাজ আদায় করতে। তারপরও নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে এটি খেয়াল রাখবেন।
সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"