বিয়েতে ছেলে কতবার কবুল বলবে?

ইসলামিক শিক্ষা July 8, 2018 1,004
বিয়েতে ছেলে কতবার কবুল বলবে?

প্রশ্ন : বিয়েতে ছেলেরা কতবার কবুল বলবে?


উত্তর : একবার কবুল বললেই হয়ে যাবে, এভাবে বললেই হবে—‘আমি এই মোহরানা মেনে নিয়ে কবুল করলাম।’


‘কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম’ এইভাবে তিনবার বলতে হবে, এমন কোনো হাদিস নেই। ‘কবুল করলাম’ কথাটি একবার বললে তাতেই হয়ে যাবে।


‘কবুল করলাম’ কথাটি শোনা গেলে এবং বোঝা গেলেই যথেষ্ট। বেশি বলার প্রয়োজন নেই।


সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"