প্যারালাইজড রোগীর অজু করার উপায় কী?

ইসলামিক শিক্ষা July 7, 2018 962
প্যারালাইজড রোগীর অজু করার উপায় কী?

প্রশ্ন : বিছানায় পড়া প্যারালাইজড ও ব্রেইন স্ট্রোক করা রোগীদের অজু করার ও তওবা করার উপায় কি? যদিও সে কাউকে চিনতে পারে আবার পারে না।


উত্তর : দুটো দিক, একটা হচ্ছে প্যারালাইজড হয়ে গিয়েছে, এতে করে তিনি বুঝেন তাঁর ব্রেইন ঠিক আছে। তাহলে তাঁকে নামাজ আদায় করতে হবে।


কিন্তু ব্রেইনে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ তাঁর জ্ঞান নেই, হুঁশ নেই, তাহলে তাঁর ওপর থেকে শরিয়তের বিধান উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আর তাঁর ওপর নামাজ বা অন্য কোনো ইবাদত ফরজ না।


কিন্তু জ্ঞান যদি থাকে তাহলে যেই অবস্থায়ই থাকুক, প্যারালাইজড হয় গেলেও ওই অবস্থায় ওজু ছাড়াই তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। তাঁর আত্মীয় যাঁরা থাকবেন তাঁরা শুধু নামাজের ওয়াক্ত হলে তাঁকে একটু জানিয়ে দেবেন।


যেহেতু তাঁর জ্ঞান বা বিবেক আছে কিন্তু অঙ্গহানি হয়ে গিয়েছে, এ জন্য অজু করা লাগবে না, গোসল ফরজ হয়ে গেলেও ওই অবস্থায় তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। এটি হচ্ছে প্যারালাইজড রোগীর বিধান।


আল্লাহ তায়ালা বলেন, তিন ব্যক্তির ওপর থেকে ইসলামের ফরজ কাজগুলো উঠে গিয়েছে। তাঁদের একজন হলেন, ওই ব্যক্তি যার জ্ঞান হারিয়ে গেছে।


সূত্রঃ আপনার জিজ্ঞাসা