জিন থেকে বাঁচার আমল কী?

ইসলামিক শিক্ষা July 6, 2018 1,013
জিন থেকে বাঁচার আমল কী?

প্রশ্ন : জিনরা বিভিন্ন রূপ ধরে, যাতে সামনে না আসে ও ক্ষতি না করে এ জন্য কি কোনো আমল আছে?


উত্তর : আমল বলতে আপনি কোরআন শরিফের আয়াতুল কুরসি পাঠ করতে পারেন। আয়াতুল কুরসি পাঠ করে নিজের শরীরে ফুঁ দিতে পারেন।


এ ছাড়া সুরা এখলাস, সুরা ফালাক, সুরা নাস এগুলো পড়তে পারেন। কেউ কেউ বলেছেন, সুরাতুল জিন পড়ে শরীরে ফুঁ দিয়ে বা পানিতে ফুঁ দিয়ে সেই পানিও পান করতে পারেন।