২১ হাজার টাকায় ওয়ালটনের ল্যাপটপ

কম্পিউটার রিভিউ July 1, 2018 2,469
২১ হাজার টাকায় ওয়ালটনের ল্যাপটপ

মাত্র ২১ হাজার ৯৯০ টাকায় ল্যাপটপ দিচ্ছে ওয়ালটন। ভালো কনফিগারেশন সমৃদ্ধ এটাই বাজারের সবচেয়ে কম দামি ল্যাপটপ।


দেখতে আকর্ষণীয় এই ল্যাপটপটি শিক্ষার্থীরা ছয় মাসের বিনা সুদে কিস্তিতে পারবেন। এছাড়াও এককালীন মূল্যশোধে ছাড় উপভোগ করতে পারবেন।


ল্যাপটপটিতে রয়েছে ১৪.১ ইঞ্চির এইচডি এলইডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৩৬৬*৭৬৮ পিক্সেল।


১.১ গিগাহার্জের ইনটেল অ্যাপোলো লেক এন৩৪৫০ মডেলের প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপটিতের রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক। হার্ডডিস্কের ডাটা রিডিং স্পিড ৫৪০০ আরপিএম। এর পুরুত্ব ৭ মিলিমিটার।


সাশ্রয়ী দামের এই ল্যাপটপটিতে ৪ জিবি ডিডিআর থ্রি র‌্যাম ব্যবহার করা হয়েছে। গ্রে কালারের ল্যাপটপ ওজনেও হালকা।