শক্তিশালী ব্যাটারির জেনফোন

মোবাইল ফোন রিভিউ June 27, 2018 1,142
শক্তিশালী ব্যাটারির জেনফোন

সম্প্রতি বাজারে এসেছে আসুসের নতুন ফোন জেনফোন ম্যাক্স প্রো ওয়ান। তিনটি ভার্সনে ফোনটি পাওয়া যাচ্ছে। এগুলো হলো ৩, ৪ এবং ৬ জিবি র‌্যাম। এই ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


আসুস জেনফোন ম্যাক্স প্রো ওয়ান এর বেজ ভার্সনটি হলো ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রমের। ৪ জিবি র‌্যাম ভার্সনে আছে ৬৪ জিবি রম। ফ্লাগশিপ ভার্সনটিতে রয়েছে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম।


৩ ও ৪ জিবি র‌্যাম ভার্সনের ফোনে আছে ১৩ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। হাই এন্ড ৬ জিবি র‌্যাম ভার্সনের ফোনে আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এই ভার্সনটির আন্তর্জাতিক দাম ১৮ হাজার টাকা।


ফোনটিতে রয়েছে ৫.৯৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। এটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট।


অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত নতুন জেনফোনে আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।