সাধারন জ্ঞানের আসর - ২০৯তম পর্ব

সাধারণ জ্ঞান June 26, 2018 2,215
সাধারন জ্ঞানের আসর - ২০৯তম পর্ব

১.প্রশ্ন- হিলারি ক্লিনটন আমেরিকার কোন নির্বাচনী এলাকা থেকে সিনেটর নির্বাচিত হন?

উত্তর :নিউইয়র্ক।


২.প্রশ্ন-সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারী কোন দেশের এবং কত দিন?

উত্তর:রাশিয়া । ৮৭৯ দিন।


৩.প্রশ্ন-ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে?

উত্তর:১৯৭৮ সালে।


৪.প্রশ্ন-বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের নাম কি?

উত্তর:দ্য গ্লোব।


৫.প্রশ্ন-বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্ম কোন দেশে?

উত্তর:আর্জেনটিনায়।


৬.প্রশ্ন-বিশ্বে সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন করে?

উত্তর:ডেনমার্ক।


৭প্রশ্ন-পৃথিবী তৈরীর উপাদান হল ?

উত্তর:সিলিকন।


৯.প্রশ্ন.Trans World Airlines কোন দেশের বিমান সংস্থা?

উত্তর:যুক্তরাষ্ট্র।


১০.প্রশ্ন-সুইজারল্যান্ডের প্রাচীন নাম?


উত্তর:হেলভেসিয়া


তথ্যসূত্রঃ ইন্টারনেট