সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর জানা থাকলে জীবনে সফল হওয়া যায় অনেক ক্ষেত্রেই। সাধারন জ্ঞান নিয়ে জানাবিডির ধারাবাহিক আয়োজনে আজ থাকছে ২১৯তম পর্ব-
১. বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল–
উত্তর: ভারতে।
২. বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য–
উত্তর: ৯,৮৩৩ কি.মি।
৩. সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ–
উত্তর: ৩,৮৬৫ কি.মি।
৪. অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে–
উত্তর: ১৯৫৮ সালে।
৫. অভ্যন্তরীণ নৌপথে দেশের মোট বাণিজ্যিক মালামালের–
উত্তর: ৭৫% আনা-নেওয়া হয়।
৬. বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়–
উত্তর: ১৯৭২ সালে।
৭. বাংলাদেশে চা চাষ হচ্ছে–
উত্তর: উওর ও পূর্বাঞ্চলের পাহাড়ে।
৮. সারাবছর বৃষ্টিপাত হয়–
উত্তর: উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে।
৯. বাংলাদেশে চিরহরিৎ বনাঞ্চল–
উত্তর: পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল।
১০. বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলাসমূহ–
উত্তর: পূর্বাঞ্চলীয় পাহাড়ি জেলাসমূহ।