★ প্রশ্ন: বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তর: জাতীয় সংসদ।
★ প্রশ্ন: পৃথিবীতে কত প্রকারের গাছআছে?
উত্তর: প্রায় ৪ লক্ষ।
★ প্রশ্ন: কোন রঙের ফুলে সুবাস বেশি?
উত্তর: সাদা রঙের ফুলে।
★ প্রশ্ন: মানুষ প্রথম কবে চাঁদে গিয়েছিল?
উত্তর: ১৯৬৯ সালের ৮ অক্টোবর।
★ প্রশ্ন: চাঁদে প্রথম কে অবতরণ করেন?
উত্তর: নীল আর্মস্ট্রং।
★ প্রশ্ন: থার্মোমিটার কি?
উত্তর: তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র।
★ প্রশ্ন: বাংলাদেশে কয়টি বিভাগ?
উত্তর: বাংলাদেশে ৮টি বিভাগ
★প্রশ্ন: হানিকুইন কোন ফলের জাত?
উত্তর: আনারস।
★ প্রশ্ন: মহাস্থান নগর কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
★প্রশ্ন: হরিকেল জনপদের আধুনিক নাম কি?
উত্তর: সিলেট।
★প্রশ্ন: পলাশি যুদ্ধ কতসালে সংগঠিত হয়?
উত্তর: ১৭৫৭ সলে।
সূত্রঃ অনলাইন