১. ২৫ মে ২০১৮ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন ভবন উদ্ভোধন করা হয়?
Ans: বাংলাদেশ ভবন
২. দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল কোথায় অবস্থিত?
Ans: মহেশখালী ,কক্সবাজার
৩. দেশের প্রথম কোম্পানি হিসাবে ICANN 'র সদস্য হয় -
Ans: ইনভেডিয়াস প্রাইভেট লিমিটেড
৪. প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক হিসাবে কে যুক্তরাষ্ট্র সিনিটের পদে বিজয়ী হতে যাচ্ছেন?
Ans: শেখ মোজাহিদুর রহমান
৫. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপণ করা হয় কবে?
Ans: ১১মে ২০১৮
৬.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ নির্মাতা বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান --
Ans: Thales Alenia Space
৭. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ উৎক্ষেপনকারী প্রতিষ্ঠান ---
Ans: SpaceX
৮. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ পরিচালনা করবে কোন প্রতিষ্ঠান ?
Ans: বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড(BCSCL )
৯.মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা Joint Comprehensive Plan of Action (JCPOA ) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন কবে ?
Ans: ৮মে ২০১৮
১০.মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CIA )'র বর্তমান ও প্রথম নারী পরিচালক কে ?
Ans: জিনা হাসপেল
১১. যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৭০তম পররাষ্ট্রমন্ত্রী কে?
Ans: মাইক পম্পেও
১২.১৪ মে ২০১৮ প্রথম দেশ হিসেবে তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে—
Ans: যুক্তরাষ্ট্র
১৩.১৬ মে ২০১৮ দ্বিতীয় দেশ হিসেবে তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস উদ্বোধন করে—
Ans: গুয়েতেমালা
১৪.Forbes-এর তথ্য মতে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে?
Ans: সি চিন পিং (চীন)
১৫.বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি?
Ans: ভেনিজুয়েলা
সূত্রঃ ইন্টারনেট