সাধারন জ্ঞানের আসর - ২০৫তম পর্ব

সাধারণ জ্ঞান June 19, 2018 1,024
সাধারন জ্ঞানের আসর - ২০৫তম পর্ব

১) আইসক্রিম সর্বপ্রথম কোথায় সৃষ্টি হয়?

উ:-চীনে।


২) কোন মোটর গাড়ির নম্বর থাকেনা?

উ:- দেশের রাজার ও রাষ্ট্রপতির।


৩) কে বিনা ভাড়ায় রেল ভ্রমন করতে পারে?

উ:- ৩ বছরের কম বয়সের শিশু।


৪) এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উ:- মালদ্বীপ।


৫) দিল্লীর প্রাচীন নাম কি?

উ:- হস্তিনাপুর।


৬) সর্বপ্রথম টাকার নোট চালু করেন কে?

উ:- কুবলাই খান।


৭) মমতাজমহলের আসল নাম কি?

উ:- আরজুমান্দ বানু।


৮) কবুতর কিসের প্রতীক?

উ:- শান্তির।


৯) সাদা ছড়ি কিসের প্রতীক?

উ:- অন্ধের।


১০) কোন প্রাণীর রক্ত সাদা?

উ:- টিকটিকি।


১১) দ্রুততম গ্রহ কোনটি?

উ:- বুধ।


১২) বাংলাদেশের 'সাদা সোনা' বলা হয় কোনটিকে?

উ:- চিংড়িকে।