আসুসের ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

মোবাইল ফোন রিভিউ June 18, 2018 877
আসুসের ৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন

৮ জিবি র‌্যামের শক্তিশালী ফোন আনলো তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। মডেল আসুস জেনফোন এরেস। ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট ব্যবহার করা হয়েছে।


আসুসের নতুন এই ফোনটিতে অগমেন্টেড রিয়েলিটি(এআর) এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সমর্থন করে।


এতে আছে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৫৬০ পিক্সেল।


আসুসের নতুন ফোনটিতে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।


ফোনটির চমক রয়েছে এর ক্যামেরায়। এর রিয়ারে আছে ২৩ মেগাপিক্সেলের হাই-রেস পিক্সেল মাস্টার ৩.০ লেন্স। এটি দিয়ে মোশন ট্রেকিং, ডেপথ সেনসিং এবং কুল এআর থ্রি মাইমেনশনাল ইফেক্টস পাওয়া যাবে। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুত চার্জ দেয়ার জন্য আছে কুইক চার্জ ৩.০ প্রযুক্তি। ফোনটির দাম ৩৩৩ ডলার।