১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কোনটি?
উত্তরঃ আফ্রিকা।
২. নিষিদ্ধ দেশ কোনটি?
উত্তরঃ তিব্বত।
৩. নিষিদ্ধ নগরী কোনটি?
উত্তরঃ লাসা।
৪. নীল নদের দেশ কোনটি?
উত্তরঃ মিশর।
৫. পিরামিডের দেশ কোনটি?
উত্তরঃ মিশর।
৬. বাতাসের শহর কোনটি?
উত্তরঃ শিকাগো।
৭. হাজার দ্বীপের দেশ কোনটি?
উত্তরঃ ফিনল্যান্ড।
৮. সাত পাহাড়ের শহর বলা হয় কোন দেশকে?
উত্তরঃ রোম কে।
৯. দক্ষিণের গ্রেট বৃটেন কোন দেশ?
উত্তরঃ নিউজিল্যান্ড।
১০. প্রাচ্যের গ্রেট বৃটেন কোন দেশ?
উত্তরঃ জাপান।
১১. মন্দিরের শহর কোনটি?
উত্তরঃ বেনারস।
১২. মরুভূমির দেশ কোনটি?
উত্তরঃ আফ্রিকা।
১৩.শ্বেতাঙ্গদের কবরস্থান কোথায়?
উত্তরঃ গিনিকোষ্ট।
১৪. উত্তরের ভেনিস কোনটি?
উত্তরঃ স্টকহোম।
১৫. স্বর্ণ নগরী বলা হয় কোন শহর কে?
উত্তরঃ জোহানসবার্গ কে।
১৬. মুক্তার দেশ দেশ কোনটি?
উত্তরঃ কিউবা।