প্রশ্ন : আমি জায়নামাজে বসে নামাজ পড়তে পারি না। তাই চেয়ার-টেবিলে নামাজ পড়ি। এখন অনেকে বলে যে টেবিলের ওপর সিজদা দেওয়া নিষেধ। এটা কি ঠিক?
উত্তর : টেবিলে সিজদা দিলে হবে না, শূন্যেই ইশারায় সিজদা দিতে হবে। একবার রাসুল (সা.) এক ব্যক্তিকে দেখলেন, কাঠের ওপর সিজদা করতে। তখন রাসুল (সা.) সেটা সরিয়ে দিলেন।
এ হাদিস থেকে বোঝা যায়, সিজদা করতে হবে শূন্যের ওপরেই। চেয়ার, টেবিল বা বালিশ, কোনো কিছুর ওপরে নয়।
রুকু করার সময় মাথা একটু ঝোঁকাবেন, আর আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার সময় মাথা আরেকটু বেশি ঝোঁকাবেন। এ ছাড়া অন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। এর সেটা করা ঠিকও নয়। আর এই বিশেষ ব্যবস্থা সহজ করা হয়েছে অসুস্থদের জন্য। এটাকে কঠিন করার কোনো প্রয়োজন নেই।
সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"