সাধারন জ্ঞানের আসর - ১৯৯তম পর্ব

সাধারণ জ্ঞান June 10, 2018 988
সাধারন জ্ঞানের আসর - ১৯৯তম পর্ব

➲সারা বছর তুষারে আবৃত থাকে.?

❂গ্রিনল্যান্ড।

.

➲কুইন্সল্যান্ড কোন দেশের অংশ.?

❂অস্ট্রেলিয়া।

.

➲'অস্ট্রেলিয়ার' শব্দের অর্থ কি.?

❂এশিয়ার দক্ষিনাঞ্চল।

.

➲কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পায়.?

❂নিউজিল্যান্ড।

.

➲কলম্বিয়া দেশটি কোন মহাদেশে.?

❂দক্ষিন আমেরিকায়।

.

➲ভেনিজুয়েলা কোন মহাদেশে.?

❂দক্ষিন আমেরিকায়।

.

➲গ্রিনল্যান্ড কোন মহাদেশে.?

❂উত্তর আমেরিকা।

.

➲নাসাউ কোন দেশের রাজধানী.?

❂বাহামা দ্বীপপুঞ্জ

.

➲'কোস্টারিকা' শব্দের অর্থ হচ্ছে.?

❂ধনী উলকূল।

.

➲'মিসর' কোন মহাদেশে অবস্থিত.?

❂আফ্রিকা।

.

➲কোন দেশে প্রথম 'আরব বসন্ত' এর সূচনা হয়.?

❂তিউনিসিয়া।

.

➲বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত.?

❂আফ্রিকা।

.

➲ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত.?

❂জার্মানি।

.

➲ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত.?

❂ফ্রান্স।

.

➲বিশ্বের কোন নগরী দুই মহাদেশে অবস্থিত.?

❂ইস্তাম্বুল।

.

➲সর্বপ্রথম Robotics শব্দটি ব্যাবহার করেন.?

❂আইজ্যাক আশিমো।