সাধারন জ্ঞানের আসর - ১৯৭তম পর্ব

সাধারণ জ্ঞান June 8, 2018 723
সাধারন জ্ঞানের আসর - ১৯৭তম পর্ব

®কোন মাছের মস্তিষ্ক নেই?

উঃ তারা মাছের।


®পৃথিবীর আয়তন কত?

উঃ৫১০০৬৬০০০ বর্গকি.মি


®রেডিও কে আবিষ্কার করেন?

উঃ ইতালীর বিজ্ঞানী মার্কোনী।


®মাইক্রোফোন কে আবিষ্কার করেন?

উঃ গ্রাহাম বেল


®কোন বিজ্ঞানী টেলিগ্রাম আবিষ্কার করেন?

উঃ এফবি মোর্স।


®কোন মাছ উড়তে পারে?

উঃ উড়ুক্কু মাছ।


®লকুলেটিং মেসিন কে আবিষ্কার করেন?

উঃ চার্লস ব্যাবেজ


®পৃথিবীতে কত প্রজাতির গাছ আছে?

উঃ প্রায় আড়াই লক্ষ প্রজাতির


®কোন গাছ একবার ফল দিয়েই মারা যায়?

উঃ কলাগাছ


®কোন গাছ সবচেয় বেশিদিন ফল দেয়?

উঃ নাশপাতি গাছ