সাধারন জ্ঞানের আসর - ১৯৪তম পর্ব

সাধারণ জ্ঞান June 5, 2018 884
সাধারন জ্ঞানের আসর - ১৯৪তম পর্ব

• গুগল এর প্রকৃত নাম কি?

উ: ব্যাকরাব।


• বিশ্বের কোন নগরটি দুই মহাদেশে অবস্থিত?

উ: ইস্তাম্বুল।


• কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি?

উ: বালি।


• টাচ স্ক্রিন মোবাইল আবিষ্কার করেন কে?

উ: স্টিভ জবস।


• চির বসন্তের নগরী বলা হয় কাকে?

উ: কিটো।


• বাংলা কার্টুন 'মিনা' কোন শিল্পীর সৃষ্টি?

উ: মুস্তফা মনোয়ার।


• জাতিসংঘের পতাকার রং কি?

উ: হালকা নীল।


• লাল গ্রহ বলা হয় কাকে?

উ: মঙ্গল গ্রহকে।


• 'লিটল বয়' কি?

উ: পারমানবিক বোমা।


• জলপাই গাছ কিসের প্রতীক?

উ: শান্তির।


• নেলসন ম্যান্ডেলার প্রকৃত নাম কি?

উ: রোলিহ্লাহ্লা।


• ATM এর পূর্ণ রুপ কি?

উ: Automated Teller Machine.


তথ্যসূত্রঃ ইন্টারনেট