রমজান মাসে সহবাস করা যাবে কি? গেলে নিয়ম কী?

ইসলামিক শিক্ষা June 3, 2018 1,779
রমজান মাসে সহবাস করা যাবে কি? গেলে নিয়ম কী?

প্রশ্ন: রমজান মাসে সহবাস করা যাবে কি? গেলে নিয়ম কী?


উত্তর: যাবে। তবে রোজা থাকাকালে নয়। ইফতারির পর ও সেহরির শেষ সময়ের পূর্ব পর্যন্ত করা যাবে।


প্রশ্ন: রমজানে দিনের বেলা ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটালে রোজার কোনো ক্ষতি হবে?


উত্তর: প্রথমত: নিজ স্ত্রী ব্যতীত সহবাস ছাড়া অন্য কোনোভাবে বীর্যপাত করা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ‘(মুমিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। নিজেদের স্ত্রী ব্যতীত। এতে তারা নিন্দনীয় হবে না। এদের ছাড়া অন্য কিছু কামনা করলে তারা সীমা লঙ্ঘনকারী হবে।’ (সুরা মুমেনুন: ৫-৬)


আর এ ধরনের কাজে শরীরেরও ক্ষতি। রমজানের দিনের বেলা কোনো সিয়াম পালনকারী যদি এই ধরনের কাজ ইচ্ছাকৃতভাবে করে ফেলে তাহলে সে গুনাহগার হবে। তার ওই দিনের সিয়াম কাজা করতে হবে। কারণ বীর্যপাত করা সহবাসের মতই।


তথ্যসূত্রঃ বাংলানিউজ২৪