প্রশ্ন: দাঁতের ফাঁকে গোশত বের করে আবার গিলে ফেললে রোজা ভেঙে যাবে কি না?
উত্তর: দাঁতের ফাঁকে গোশত বা সুপারির অংশ অথবা অন্য কোনো বস্তু আটকে থাকলে তা খিলাল করার মাধ্যমে বের না করে গিলে ফেললে অর্থাৎ এ অবস্থায় ওই খাদ্যদ্রব্য যদি একটি চানা বুটের পরিমাণ অথবা এর চেয়ে বেশি পরিমাণের হয়, তাহলে রোজা ভেঙে যাবে।
এর কম হলে রোজা ভাঙবে না। তবে তা যদি মুখ থেকে বের করে এনে পরে গিলে ফেলে, তখন এই পরিমাণের চেয়ে খাদ্যদ্রব্য কম হলেও রোজা ভেঙে যাবে। (সূত্র: ফাতাওয়া আলমগিরি, খ- ১, পৃষ্ঠা ২০৮)
তথ্যসূত্রঃ বাংলানিউজ২৪