সাধারন জ্ঞানের আসর - ১৯০তম পর্ব

সাধারণ জ্ঞান June 1, 2018 1,297
সাধারন জ্ঞানের আসর - ১৯০তম পর্ব

বাংলাদেশের চির যৌবনা নদী কোনটি.?

মেঘনা।

-

বাংলাদেশের শীতলতম মাস কোনটি.?

জানুয়ারি।

-

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থের রচয়িতা কে.?

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

-

বিশ্বের সর্বশ্রেষ্ট কৌতক অভিনেতা কে.?

চার্লি চাপলিন

-

পৃথিবীর ফুসফুস বলা হয়.?

আমাজনকে।

-

ঝর্ণার শহর বলা হয় কাকে.?

তাসখন্ডকে।

-

বাংলা ভাষার সঙ্গে কোন ভাষার মিল রয়েছে.?

মুন্ডা।

-

বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত.?

ফরিদপুর।

-

নবজাতক শিশুর ১ম টিকার কাজ করে.?

শাল দুধ।

-

মুক্তার ওজনের এককের নাম কী.?

গ্রেন।