আজানের আগে সূর্য ডুবলে ইফতার করা যাবে?

ইসলামিক শিক্ষা May 27, 2018 2,048
আজানের আগে সূর্য ডুবলে ইফতার করা যাবে?

প্রশ্ন : আমি একটি হাদিস শুনেছি যে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। এই হাদিসটি কি সহিহ? কারণ আমাদের দেশে তো সূর্য ডোবার তিন-চার মিনিট পর আজান দেওয়া হয়।


উত্তর : আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনে কারিমে সিয়ামকে রাত আসা পর্যন্ত পূর্ণ করতে বলেছেন। আর রাতের সূচনায় হয় যখন সূর্য ডুবে যায়। এজন্য নবী (সা.) বলেছেন, ‘যখন দেখবে একদিক থেকে দিবস উদিত হয়েছে আর একদিক থেকে রাতের আগমন ঘটেছে, তখন বুঝবে ইফতারের সময় হয়ে গেছে।’


অতএব যদি কেউ নিশ্চিত হয় যে, সূর্য ডুবে গেছে, তাহলে তার সঙ্গে সঙ্গে তিনি ইফতার করতে পারেন। তবে কোথাও যদি সতর্কতামূলকভাবে এক-দুই মিনিট দেরি করে আজান দেওয়া হয়, সেক্ষেত্রে (পরিস্থিতির কারণে) কাজটি যে ভুল হবে, বিষয়টি এমন নয়। তবে বিশ্বাস রাখতে হবে যে, সূর্য ডুবলেই ইফতারের সময় হয়ে গেছে।


সূত্রঃ আপনার জিঙ্গাসা, এনটিভি অনলাইন