সাধারন জ্ঞানের আসর - ১৮৫তম পর্ব

সাধারণ জ্ঞান May 25, 2018 1,087
সাধারন জ্ঞানের আসর - ১৮৫তম পর্ব

• ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরী কোথায়?

- তুরস্ক।


• পৃথিবীর দ্রুততম পাখি কোনটি?

- সুইফট বার্ড।


• বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?

- সিপাহী।


• গোঁফ-খেজুরে’ -এ বাগ্ধারাটির অর্থ কী?

- নিতান্ত অলস।


• বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে?

- বিজয়পুরে।


• বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি?

- সিলেট।


• ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী?

- মাছ।


• বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি?

- চন্দ্রাবতী।


• 'সিডর' শব্দের অর্থ কী?

- চোখ।


• 'ভিক্টোরিয়া ক্রশ' কোন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব?

- ব্রিটেনের।


• বাংলা টি এস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক কে?

- রবীন্দ্রনাথ ঠাকুর।


• বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার?

- জাপান ও পালাউ।


সূত্রঃ ইন্টারনেট