সাধারন জ্ঞানের আসর - ১৮৪তম পর্ব

সাধারণ জ্ঞান May 24, 2018 2,876
সাধারন জ্ঞানের আসর - ১৮৪তম পর্ব

▶খেলাধুলা বিষয়ক তথ্য ⚽⚾


✨ বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান কোনটি?

- অলিম্পিক গেমস


✨ ফুটবলের জন্ম কোন দেশে?

- চীনে


✨ ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে?

- ম্যারাডোনাকে


✨ ফুটবলের জীবন্ত কিংবদন্তি বলা হয় কাকে?

- পেলেকে


✨ FIFA প্রতিষ্ঠিত হয় কত সালে?

- ১৯০৪ সালে


✨ ক্রিকেট খেলার জনক কে?

- ডব্লিউ জি. গ্রেস


✨ ক্রিকেটের রাজপুত্র বলা হয় কাকে?

- ব্রায়ান চার্লস লারাকে


✨ ICC এর সদর দপ্তর কোথায়?

- দুবাই


✨ বাংলাদেশ কবে ICC 'র সহযোগী সদস্যপদ লাভ করে?

- ১৯৭৭ সালে


✨ বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি?

- হকি


✨ ব্যাডমিন্টন খেলার জন্ম হয় কত সালে?

- ১৮৬০ সালে


✨ দাবা খেলার আদি নাম কি?

- চতুরঙ্গ


✨ বাংলাদেশের কয়জন দাবাড়ু গ্র‍্যান্ড মাস্টার খেতাব পেয়েছেন?

- ৫ জন


✨ বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?

- কাবাডি


✨ কাবাডি খেলার সূচনা কোথায়?

- ভারতে


✨২০২০ সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়?

- টোকিওতে