যে আমলে নামাজের সওয়াব সত্তর গুণ বেড়ে যায়

ইসলামিক শিক্ষা May 23, 2018 2,271
যে আমলে নামাজের সওয়াব সত্তর গুণ বেড়ে যায়

হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, মিসওয়াক করে যে নামাজ আদায় করা হয়, সে নামাজে মিসওয়াকবিহীন নামাজের তুলনায় সত্তর গুণ বেশি ফজিলত রয়েছে। (বায়হাকি)


• এছাড়া মিসওয়াকের পালনের ফজিলতগুলো-:


# মিসওয়াকে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। দারিদ্র্যতা দূর হয়ে সচ্ছলতা আসে এবং উপার্জন বাড়ে।


# পাকস্থলী ঠিক থাকে ও শরীর শক্তিশালী হয়।


# স্মরণশক্তি ও জ্ঞান বাড়ে, অন্তর পবিত্র হয়, সৌন্দর্য বাড়ে।


# ফেরিশতা তার সঙ্গে মুসাফাহা করেন, নামাজে বের হলে সম্মান করেন, নামাজ আদায় করে বের হলে আরশ বহনকারী ফিরিশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন।


# শয়তান অসন্তুষ্ট হয়।


# ফুলসিরাত বিজলীর ন্যায় দ্রুত পার হবেন এবং ডান হাতে আমলনামা পাবেন, ইবাদতে শক্তি পাবে।


# মৃত্যুর সময় কালিমা নসিব হবে, জান্নাতের দরজা খুলে দেয়া হবে এবং জাহান্নামের দরজা বন্ধ করা হবে। পূত-পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে।


সূত্রঃ সময় টিভি