ইফতারের আগে দোয়া করলে কবুল হয়?

ইসলামিক শিক্ষা May 20, 2018 1,611
ইফতারের আগে দোয়া করলে কবুল হয়?

প্রশ্ন : ইফতারের আগে একটি দোয়া কবুল করার জন্য বিশেষ ওয়াদা করা হয়েছে। এই হাদিসটি কতটুকু সহিহ?


উত্তর : ইফতারের পূর্বমুহূর্ত দোয়া কবুলেরই সময়। আপনি যে হাদিসটির কথা বলেছেন, সেই হাদিসটি সহিহ।


ইফতারের পূর্বে, দুই আজানের মাঝখানে এবং ফরজ সালাতের পরে ইত্যাদি দোয়া কবুলের সময়। হাদিসটি হচ্ছে—‘ইফতারের পূর্বে বান্দা ইফতার সামনে রেখে দোয়া করলে সেই দোয়া কবুল হয়।’ তবে সেটা সংঘবদ্ধভাবে নয়। প্রত্যেকে একা একা নিজের মতো করে নিজের দোয়া করবেন, এটাই হচ্ছে নিয়ম।


সূত্রঃ এনটিভি "আপনার জিজ্ঞাসা"